//আয় বেশী করে অতীত ভুলোনা//


উপার্জনের পথ খুঁজে পেয়ে
উঠেই চলেছ সিঁড়ি বেয়ে বেয়ে
ভাবছ বোধহয় ধরেই ফেলবে চাঁদ...
এমন ভাবনা তুমি ভাবছ না
এই উপমাটা সকলের জানা
মনে হয় যেন ভাঙতে চাইছ বাঁধ।


উপার্জনের পথ অসংখ্য
গুনে গুনে কভু মেলেনা অঙ্ক
অনন্ত এক পথ সকলের মনোরথে...
সকলের মাঝে কিছুজন আছে
যাঁরা আয় করে থেকে বাস্তবে
মাটির স্পর্শ না হারিয়ে চায় উঠতে।


উপার্জন তো জীবনের মূল
উপার্জন নয় কারো চোখে শূল
উপার্জন কি কাটে জীবনের ছন্দ!
উপার্জন কি অতীত ভোলায়!
প্রধান অস্ত্র হয়ে কি কাঁদায়!
উচিৎ তো নয়, তবে কেন আনে দ্বন্দ!


করো করো করো, করে যাও আয়
এই অধিকারে নেই কোনো দায়
অতীত ভুললে, আসতে পারে সমস্যা...
আমিও উঠছি তোমার মতন
সবাই উঠছে সবার মতন
উঠতে উঠতে সামঞ্জস্যই ভরসা।


সুবীর সেনগুপ্ত