একাগ্রতায় মনটা ডোবে না
চাইনাও আমি শান্তি
ছোট কাজ করে যদিও আসছে
মন ভরে শুধু ক্লান্তি|


অধ্যাবসায় মনেও আসে না
মনে আছে শুধু স্বার্থ
অধ্যয়নের ধারে কাছে নেই
লাভ ভেবে ভেবে মত্ত|


অনুশোনায় পড়ি না কখনো
অবাধেই করি ভুল
অপচয় করি কিছু না ভেবেই
জানি হারাবে না কূল|


অকৃতকার্য ভাবনায় নেই
হতে পারি অকৃতজ্ঞ
বেইমান হয়ে হচ্ছি সফল
নাই বা হলাম তজ্ঞ|


অঙ্গীকৃত হই না কখনও
হলে, কথা হবে রাখতে
সুযোগের সদ্ব্যবহার করি
অতি ভক্তির খেলতে|


অধিনিয়মের থেকে দূরে থাকি
নিজের নিয়ম সঙ্গে
তুললে প্রশ্ন মানবিকতার
ভরে ক্রোধ এই অঙ্গে|


অপমান কিছু সহে নিতে পারি
ছাড়তে পারিনা অর্থ
এটা ওটা সেটা কানে এসে যায়
আমি নাকি অপদার্থ|


অধিকার আমি পেয়েছি প্রচুর
জমি জমা সম্পত্তি
ছোটবেলা থেকে ছড়ি ঘুরিয়েছি
করেনি কেউ আপত্তি|


যে ভাবে চলছি, চলবে সে ভাবে
ছাড়ব না অধিকার
যা ভাবতে চাও ভাবো না আমাকে
আমি বাদশা আমার|