//আমি বলব না চুরি এক পেশা//


ভাগ্যিস চুরি যায়না দৃষ্টি
চুরি হয়ে গেলে হতে হবে কানা
এ তো ভয়ানক একটা ব্যাপার
দৃষ্টি হারানো মানাই যায় না।


কত কত চুরি মেনে নিতে হয়
সব চুরি এক ধরণের নয়
চোর চুরি করে বাসন কোসন
গৃহস্থি তাতে ফাঁদে পড়ে যায়।


পথে পথে চুরি, বাড়ীতেও চুরি
কর দিতে গিয়ে করে ফেলি চুরি
চুরির সুযোগ হারিয়ে ফেললে
চুরি চুরি মনে ছটফট করি।


চুরি থাকবে না, তেমন হয় না
সেই কারণে কী চোর অগণন!
একবার চুরি, বারবার চুরি
এসব ভেবে কী খুশী হবে মন!


গাড়ী চালানোর কাজ এক পেশা
খেলোয়াড় হলে, খেলা তাঁর নেশা
মানুষের মন কোন কাজে যাবে!
নিজ মন বলে দেবে প্রত্যাশা।


চুরি এক পেশা, কেউ যদি বলে
প্রশ্ন উঠবে, কেন তাই বলে!
চুরি করা কাজ হতেই পারে না
চুরি অকীর্তিকরেরই দলে।


চৌর্যবৃত্তি বলা হয়ে থাকে
কী কারণে বলা! কী কী মনে রেখে!
চুরি করা পাপ, এ তো নিশ্চিত
চোর জ্ঞানপাপী, এতে যায় ঢেকে।


চুরি না করলে, কেউ চোর নয়
না জানা চুরিও অদৃশ্য রয়
চুরি অদৃশ্য, কাকে বলি চোর!
জানাও যায় না চোর পরিচয়।


কোনো অঙ্গ কী চুরি করা যায়!
মহামূর্খই যায় এই কথায়
সত্যি কী তাই! মনে হয় না তো
শুনি কিডনী যে চুরি হয়ে যায়।


ক্ষণে ক্ষণে চুরি ঘটছে ঘটবে
এ কী সহজাত প্রবৃত্তি, বলবে
অভাবের চুরি, স্বভাবের চুরি
কে এই দুইয়ে তুলনা খুঁজবে!


সুবীর সেনগুপ্ত