//আপসোস নিয়ে মরতে চাই না//


হতেই পারে না অকালে সকাল
দিতেও পারি না কাউকেই গাল
গড়তে পারি নি অভেদ্য ঢাল
পারিনা বাঁচতে সহস্র সাল।


বলতে পারি না বিধাতার কানে
শিখি নাকি বিধাতার বাণী শুনে!
গুণতে পারিনা তারাদের ভীড়
ভাঙতে পারিনা অদৃশ্য প্রাচীর।


জোর করে কিছু কাড়তে পারিনা
শোর তুলে চোর বলতে পারিনা
চলতে পারিনা অনন্ত কাল
হতেও পারিনা অযথা বেতাল।


খুন করে গুণ গাইতে পারিনা
ঢিল মেরে খিল খোলাতে পারিনা
নেভাতে পারিনা সূর্যের আলো
বলতে পারিনা মন্দকে ভালো।


সুর না গড়লে গানই হয়না
ঘুঙুর না বেঁধে নাচাই যায় না
শিল্পী চাইবে রঙ আর তুলি
দুঃখে কী আর করি দোলাদুলি।


কারোর ভাবনা থামাতে পারিনা
করেও আপন রাখতে জানিনা
বুঝতে পারিনা নিকট ও দূর
তাই তো স্বপ্ন ভাঙে চুরচুর।


ঘুরতে পারিনা বিনা পয়সায়
জানাতে পারিনা আমার কি আয়
লুকোতে পারিনা আমার স্বরূপ
সমান ভাবেই পাই আলো ধূপ।


অন্যের মনে ঢুকতে পারিনা
আমার ভাবনা ঢোকাতে পারিনা
ঝুলতে পারিনা কারো ঘাড়ে আমি
যা কিছু ঘটছে, জানে অন্তর্যামী।


অনেক কিছুই জানিনা পারিনা
সকলে আমার মতন, তাই না!
এ-ভাবে চলবে জীবন, ধারণা
আপসোস নিয়ে মরতে চাই না।


সুবীর সেনগুপ্ত