//বাস্তব হয় স্বপন//

বাস্তব নিয়ে থাকে মন
ধারণার নেই প্রয়োজন
চোখ দুটি দ্যাখে
মন ভাবে ডোবে
দেখা-ভাবনার আলাপন
লিখবার করি আয়োজন।

সুবীর সেনগুপ্ত