//বেশী-কম যত ভাবি তত জট//


প্রাণ কম, তান বেশী, কী করি!
কান কি বন্ধ করে, ধ্যান করি!
বন্ধ করেও পাই, কিছু তান
এভাবেই চলছে আদান প্রদান।


তান কম, দান বেশী, তাই চাই
দান কম, মান বেশী, দেখি তাই
দেখেও, করার কিছু থাকে না
চাইলে সমর্থন, উপহাস নানা।


কথা কম, রাগ বেশী, ভয়ে মন
রাগ কম, কথা বেশী, জ্বালাতন
এও আছে, তাও আছে, চারিদিকে
সামনে যা পাই, তাই নিই মেখে।


চুল কম, টাক বেশী, চাই না
টাক কম, চুল বেশী, কামনা
পূরণ হয় না, সব প্রত্যাশা
অপূর্ণ আশা, সব জীবনেই ঠাসা।


জল কম, কল বেশী, প্রহসন
কল কম, লোক বেশী, বিসরণ
কাজ কম, পণ বেশী, দুর্ভোগ
কাজ বেশী, না করেই অভিযোগ।


আশা কম, পাওয়া বেশী, উত্তম
পাওয়া কম, আশা বেশী, হরদম
কম লাভ, বেশী ক্ষতি, বারবার
কম ক্ষতি, শ্রেয় বেশী, খোলা দ্বার।


কম পাপ, বেশী সাজা, অনুচিৎ
কম সাজা, বেশী খুশী, সংগীত
কম বেশী, বেশী কম, এই জীবন
বেশী, কম, ভেবে ভেবে ভাঙা মন।


সুবীর সেনগুপ্ত