কবিতা লিখছি মনকে ব্যস্ত রাখতে
ত্রস্ত্য না হয়ে চাইছি জীবন মাপতে|


ছাঁইপাশ যাই লিখি তাতে ভরি ছন্দ
কিছু না হলেও সামান্য পাই আনন্দ|


যে সব ভাবনা ভালবাসা নিয়ে মত্ত
সে সব ভাবে কি লেখাটা বিশেষ তত্ব!


ভালোবাসাকেই বসিয়ে বিশেষ স্থানে
কবিরা ভরছে খাতা কলমের টানে|


কবির জীবন আহামরি কিছু নয়
গভীর ভাবনা জীবনের পরিচয়|


ভাবনাতে লাগে এক মন এক ভাষা
যে ভাষাই হোক ভাবনাতে ভালবাসা|


যে যার ভাষাতে ভাবে আর লিখে যায়
অনুবাদ গড়ে, লেখাও ছড়িয়ে যায়|


কোথায় জেনেছি কবিতা প্রাণের অঙ্গ!
বুঝতেও পারি কবিতাই দেয় সঙ্গ|


বাংলা শিখেছি, বাংলায় করি চর্চা
এই মন জুড়ে শুধু বাংলার মোর্চা|


হইনি বাতিকগ্রস্ত আমি কবিতায়
কিন্তু নিয়েছি কবিতাকে আমি নিষ্ঠায়|


দুই বাংলার অভিমানে আছে ভাষা
এ ভাষা আমার, এই ভাষাতেই আশা|


যা দেখি তা লিখি, তার বাইরেও লিখি
ভাবনা যে পাখী, খেয়াল দেয় না ফাঁকি|


কবিতা কবিতা কবিতাই অবসরে
থাকুক কবিতা এই মনটাকে ধরে|