//ভাবনা সুস্থ ভাবনা দুস্থ//


তোমাকে ভাবাবো, তেমন ইচ্ছা নেই
আমার ইচ্ছে, তুমি নিজে থেকে ভাব
কী ভাববে! সেই বিষয় তোমার হোক
ভাবনার পরিচয় কর্মেই পাবো|


বলছি না আমি, তোমার ভাবনা নেই
বলো, কে ভাবেনা ভুবনের এই প্রাঙ্গনে!
লাগেনা বাহানা, ডুবে যেতে ভাবনায়
ভাবনাগুলোই খুঁজে নেয় মন যতনে|


ভাবি রোজ রোজ, ভাবি পলে পলে আমরা
ভাবি বসে বসে, ভাবি দাঁড়িয়ে বা শুয়ে
কখনো ভাবনা একই বিষয়ের পাঁকে
বেড়িয়ে আসতে হিমশিম প্রাণ ভ্রোমরা|


মানুষ অবোধ সুবোধ, তা সে যাই হোক
ভাবনাকে করে প্রতিরোধ, কার সাধ্য
হোক দুর্গম কিংবা সুগম ভাবনা
ভাবনার চাপে মানুষ ভাবতে বাধ্য|


পরস্পরকে আমরা মানুষ বলছি
বলতেই হবে, কোথায় আছে বিকল্প!
ভাবনা বৃষ্টি সকলেরই উপরে
সকলে ভিজবে, কেউ বেশী কেউ অল্প|


ভাবনা থামেনা, থামবে না কোনোদিন
শরীর ও প্রাণ আছে, তাই আছে মন
মন মানেই তো ভাবনা এবং ভাবনা
ভাবনা সুস্থ, ভাবনা দুস্থ ধন|


তোমাকে ভাবাতে আমার ইচ্ছে করে
সেই ইচ্ছার আছে সঙ্গত কারণ
আছে ভালবাসা যুক্ত এই ইচ্ছায়
ভেবে বলবে কি আমার ইচ্ছা অকারণ!


সুবীর সেনগুপ্ত