//ভাবনার হতে থাক রূপান্তর//


এই মন অবুঝ ছিল
একদিন বুঝে গেল
পরিবর্তন খুবই প্রয়োজন...
পরে মন শুনেছিল
শুনেই তো বুঝেছিল
মনে এসেছিল পরিবর্তন।


দুটি রূপে একই মন
ভিন্ন পথে গমন
সুযোগেও ভিন্নতা ছিল প্রকট...
সুযোগ কি নিজে আসে!
নাকি ডেকে পাই পাশে!
সুযোগ পেতে কি আসে সংকট!


যে মন অবুঝ হয়
হয়না তার ইচ্ছায়
যদি থাকে ইচ্ছাতে পরিবর্তন...
সেই পরিবর্তন
হবে ধারণার ধন
অবুঝ না থেকে মন বুঝবে কথন।


অবুঝ মনের সাথে
চলতে চলতে পথে
কিছু এসে যায় উপলব্ধিতে...
সেই উপলব্ধি
আর সাথে বুদ্ধি
করে কিছু রূপান্তর ভাবনাতে।


জ্ঞান এবং ধীশক্তি
দুই নিয়ে যুক্তি
যুক্তি বাধ্য করে আনতে বদল...
এ ভাবেই চলে চলে
মন চেতনার জালে
মন মনোযোগী হয়ে কাটায় বাদল।


সুবীর সেনগুপ্ত