পৃথিবী পৃষ্ট ভাগ করে করে
গড়েছি সাতটি মহাদেশ
আরও ভাগ করে দেশ গড়ে গড়ে
বাড়িয়েছি শুধু বিদ্বেষ|


পৃথিবী পৃষ্ট আমরা গড়িনি
না গড়েছি দেশে প্রকৃতি
মানতেই হবে আমরা গড়েছি
অবাধ সংস্কৃতি|


দেশ ভাগ করে থামতে পারিনি
তাও তো করেছি ভাগ
প্রদেশ গড়েছি এখানে ওখানে
কেটেছি না দেখা দাগ|


করতেই হবে সুশাসন, তাই
জেলা মহকুমা হাজারে
তারপরে ভাগ করে পৌঁছেছি
সকলের পরিবারে|


মাতা পিত কাকু জেঠু ভাই বোন
যৌথ এ পরিবার
ভাগ করে করে সেই পরিবার
গঠন ছোট্ট সংসার|


এবার বোধহয় ভাগ শেষ হবে
তাও তো ধারণা ভুল
ভাগ করা যেন প্রতি মানুষের
কামনার এক ফুল|


ভাগ তো বসাই জন্মের পরে
পিতা ও মাতার অর্থে
ভাই বোন হলে আরো কিছু ভাগ
সব এসে যায় শর্তে|


চতুর্দিকেই ভাগ আর ভাগ
ভাগ জীবনের মর্ম
ভাগ না করলে পৃথিবী পৃষ্ট
বিলীন হতো কি ধর্ম!


যে ভাগ শিখেছি নব-ধারাপাতে
সে ভাগ এখন আড়ালে
বিষয় এবং ভালবাসা ভাগে
মন জড়িয়েছে জালে|