কি করে রিক্ত হবে এই হাতদুটো!
দুই মুঠ হওয়া আছে, কাড়া যাবে না তো|


জব্দ করতে চাও, কাটো হাতদুটো
স্বস্তি কি পাবে তুমি! মনে হয় না তো|


সব তো নিয়েছো কেড়ে, কেন যে কেড়েছ|
আমার যে বল নেই, তাই তো পেরেছো|


কি নেই বলতে পারো তোমার আয়ত্তে!
তবুও কেন যে কাড়ো, জীবন কি মিথ্যে!


আমাকে কষ্ট দেওয়া, কেন আমি জানি
আমাকে সরাতে চাও, নিতে বাড়ীখানি|


চল্লিশে দিয়েছো পা, আমিও তো তাই
সেটাও তোমার রাগ, বুঝি সবটাই|


আগে পিছে কেউ নেই, জেনেও নিয়েছো
আমার মৃত্যু হোক, তাই তো চাইছ|


তোমার ক্ষমতা আছে, আমার তা নেই
করতেও পারো খুন, ঠাঠ্ঠা না ভাই|


তোমার ঠিকানা আছে, নামের ফলকে
আমার ঠিকানা, সে তো মনে আছে ঢেকে|


আমার বসতবাড়ী, তোমার নিশানা
এ বাড়ী তো দুজনের, সেটা কি অজানা!


জানো আমি কি ভাবছি! শুনে হাসি পাবে
এ বাড়ী তোমার হলে, তুমি ধনী হবে|


ফলকে থাকবে শুধু একটাই নাম
একা একা মালিকানা, তৃপ্তির ধাম|


ফলকে লিখবে তুমি, তোমার ঠিকানা
একদিন যেটা ছিল, আমারও ঠিকানা|


জেনে রেখো, বাড়ী পেয়ে থাকবে না ভালো
এখন অন্ধ তুমি, লোভ নিয়ে খেলো|


জীবন যে ভালবাসা, জানলে না সেটা
লোভেই মত্ত তুমি, তাতেই প্রচেষ্টা|


সফলতা পেয়ে যাবে, আমার ধারণা
তারপরে কি যে হবে, ভয়ে মন কানা|


ভালো কেন ভাবছ না!