হাসি ভুলে থাকা নিশ্চয়ই যায়
যায় না তো থাকা কলহে
অভিধান না খুলেও থাকা যায়
দুঃখের থাকা বিরহে|


হাসি নিয়ে থাকা সকলের আশা
এতে নিমরাজি কেউ নই
দান না করেও থাকা যায় ভালো
খ্যাতিও ফোটায় খই|


নেশা ভাং করে আছে কত লোকে
তারা কি নেই আনন্দে!
যে না করে নেশা, বুঝবে কি করে
খুশীর আমেজ গন্ধে|


সুস্থ্য শরীরে ভালো থাকা যায়
এই ধারণাই স্পষ্ট
সুস্থ্যের পরিভাষা কি যে হবে!
সেটাই তো অস্পষ্ট|


ভালো থাকবার মন্ত্র আহারে
এই কথা কানে আসে
ভালো খাবারের তালিকা ধাঁধাঁয়
বেশী খাওয়া অক্লেশে|


শিক্ষিত হলে থাকা যায় ভালো
সন্মানও পাওয়া যায়
না শিখেও লেখাপড়া, কত লোক
আনন্দে দিন কাটায়|


ধনীদের ভালো থাকা এক রূপে
গরীবের থাকা ভিন্ন
কোন থাকাটাকে ভালো বলা যাবে
সমাজে কোনটা গণ্য|


ভালো থাকতে কি লাগে প্রয়োজন
এটা ওটা কোনো শর্তের
মন চাইলেই ভালো থাকা যায়
প্রয়োজন নেই শর্তের|