কেন করে যাও এত অভিনয়!
ভাবো নাকি আমি কিছুই বুঝিনা!
সঁপেই দিয়েছি তোমায় জীবন
প্রয়োজন নেই আর অভিনয়|


উৎসর্গকে কাছে টেনে এনে
ভাবতে পারোনা শুধু ভালবাসা!
ছল চাতুরিকে দিলে প্রশ্রয়
ভালবাসা হয়ে যাবেই নিরাশা|


চাইছই কেন তুষ্ট করতে!
প্রয়োজন হল তৃপ্ত হওয়ার
অভিনয় নয়, হও প্রস্তুত
তৃপ্ত হতেই আমার মতন|


নিয়মে চলেনা কোনো ভালবাসা
স্বতন্ত্র এক ভাব এ অস্তিত্ব
দিলে পাওয়া যাবে ভাবাটাই ভুল
সব ভালবাসা স্বাধীন চিত্ত|


না গড়ে উঠলে ভালবাসা দল
হারাবেই ভালবাসাও অকালে
দুই হৃদয়ের দুই ভালবাসা
গড়তেই পারে দল, এক হলে|


অভিনয় কেন! করো অভিমান
দেখাতেও পারো রাগ অনুরাগ
যদি ভালবাসো, সেই অধিকারে
হতেই হবেনা কখনো সজাগ|


ভালবাসা বাঁচে ভালোবাসাতেই
দুটি মনে হলে ভাবের বাঁধন
এইটুকু হলে আর কি ভাবনা
চির আনন্দে নাচবে জীবন|