ভালবাসা খেলা, সবাই খেলছে
জয় পরাজয়, কেউ কি ভাবছে!
যে ভাবছে, তার হচ্ছে কি জিৎ!
নাকি পরাজিত, হয়েই সে চিৎ!


খেলা হলে, জয় পরাজয় হবে
যেটাই হোক না, কেউ কি জানবে!
যারা খেলোয়াড়, তারা তো জানবে
বাকীদের জানা, অনুমানে হবে|


যদিও খেলার, নাম ভালবাসা
খেলার অন্তে, শুধু জিজ্ঞাসা
জেগে ওঠে, চারিদিকে কুতূহল
এমন ঘটনা, নয় তো বিরল|


সকলে খেলছে, খেলাও অনেক
অনেক খেলায়, অনেক বিবেক
নিশ্চিত দিশা, এ খেলায় নেই
প্রতি খেলা প্রায়, হয় অনন্যই|


খেলার সূচনা, জানা যায় নাকি!
হওয়ার পরেও, বুঝতে পারি কি!
খেলার শেষ কি, সূচনা স্বরূপ!
নাকি থামে, নিয়ে নিশ্চিত রূপ!


বড় অদ্ভুদ, এ খেলার ফল
হার আর জিৎ, দুটোতেই ছল
হয় দুজনেই, খেলায় জিতবে
নয় দুজনেই, হারকে মানবে|


দুজনের জেতা, দুজনের হারা
এ খেলা কি তবে, হেঁয়ালিতে ভরা!
হেঁয়ালি বা ধাঁধাঁ, তা তো অদৃশ্য
তা হলে কি, এই খেলা রহস্য!