//ভালোলাগালাগি মনের ব্যাপার//


ভালো লাগছে বা ভালো লাগছে না
একটাতে কেন মন বসছে না
দ্বিধা কেন মন থেকে সরছে না
ভাবতে ভাবতে সময় হারিয়ে যাচ্ছে...
প্রায় প্রতিদিন এ ভাবেই দিন চলছে।


ভালো লাগা আর না লাগার সাথে
কী আছে জড়িয়ে, কোন কোন খাতে!
কী জবাব হবে, কার কোন মতে!
এই সব জেনে কোন তীর ছুঁতে পারব!
তীর ছোঁয়া নয়, তবুও জানতে চাইব।


অনেক সময় ভালো লেগে যায়
উল্টোটা হলে, মানতেও হয়
ইচ্ছা পূরণে খুঁজিও উপায়
কিন্তু পারিনা বাস্তব দূরে ঠেলতে...
কোনো বিকল্প পারেনা শান্ত করতে।


ভালোলাগালাগি মনের ব্যাপার
আর এই শরীর মনের আধার
দুই মিলে মিশে যদি খোলে দ্বার
ভালোলাগালাগি হয়ে যাবে ডাল ভাত...
নিষ্ক্রিয় কেন! খেলেই তো হয় ডাল ভাত।


অতি সামান্য পেলে ভালবাসা
ভালো লাগে সব, যাই হোক আশা
ভালবাসাই যে জীবনে ভরসা
ভালো লাগানোর শেষ হবে প্রয়োজন...
সব ভালো দেখে খুশীতে হাসবে মন।


সুবীর সেনগুপ্ত