ভালবাসা আর কতদিন হতে পারে!
হতে পারে কতবার, সেটা কি ভেবেছো!
ভালবাসা গুণে গুণে তো হয় না
সংখ্যার মাঝে ধরাও দেয় না
ভালবাসা কাটে দাগ, সেটা কি জেনেছ!

পাথর যখন ভীষণ শক্ত
কেউ কি চাইবে সেটাকে ভাঙতে!
ভাঙার প্রশ্ন যদি এসে যায়
এড়িয়ে যাওয়াই শ্রেয় মনে হয়
অক্ষত রূপ পাথরের হবে মানতে|

ভাললাগা নিয়ে ভাবছি যখন
করতে পারিনা পরিমান ঠিক
বেশী আর কম ওঠা নাম করে
কখনো আবার ভাললাগা মরে
অস্থির ভাব দিতেও পারেনা দিক|

কোনো সংজ্ঞায় নেই ভালবাসা
সংজ্ঞার মাঝে স্বাধীনতাহীন
না পারে ভাসতে কোনো সংজ্ঞাতে
ঠিক তেমনই না পারে ডুবতে
ভালবাসা হতে চায় যে পুরো স্বাধীন|

প্রথম যে স্বাদ দেয় ভালবাসা
সে স্বাদ কমুক, কেউই চায় না
সময়ের সাথে স্বাদ হয় হ্রাস
যত হ্রাস তত ভালবাসা দাস
ভৃত্যের রূপে ভালবাসা স্থায়ী হয় না|

ভালবাসা হোক শুধু একবার
বারবার শুধু 'এক' গোনা হবে
তাতেই প্রথম, তাতেই দ্বিতীয়
আর ভালবাসা হবে স্মরণীয়
প্রথম যে স্বাদ, তাই শেষ হয়ে থামবে|

ভৃত্যের রূপে ভালবাসা নয়|