//বিচার না করে দিন যায় নাকি!//


বিচার করার কার অধিকার!
এই অধিকার আছে সব্বার
বিচারকের স্থান নিয়ে নিই
হলেই কোনো নিজের ব্যাপার।


অনেক অনেক নিজের ব্যাপার
হটাৎ একটা হয় সোচ্চার
তখনই তো চাই ঠিক পদক্ষেপ
যাতে হতে পারে সঠিক বিচার।


আমার ব্যাপার, আমার বিচার
মানতে চাই না অন্য বিচার
বাদী ও বিবাদী দুটোই তো আমি
নিয়ে নিই বিচারকেরও ভার।


সব ব্যাপারই ভূবনের বুকে
ব্যাপার একার আর দলে থেকে
দলের ব্যাপারে বিচার জটিল
নিজের ব্যাপার নিজের বিবেকে।


আদালত গড়ে নিয়েছি আমরা
সকলের প্রয়োজনে তাই করা
যে কেউ সেখানে নয় বিচারক
সেই পদে নিরপেক্ষতা ভরা।


নিত্য বিচারে সকলে জড়াই
ফল যাই আসে, তাও নিজেরই
খুঁটিনাটি যত হচ্ছে বিচার
সে সব হয়না কভু বারোয়ারি।


যে সব বিচার আদালতে হবে
সে সব বিচার মেনে নিতে হবে
জনসাধারণ যা করে বিচার
এ সব বিচারে প্রতিরোধ হবে।


বিচার না করে দিন যায় নাকি!
কী খাব তারও বিচারে থাকি
প্রতি মুহূর্তে মত প্রয়োজন
আর করে যাই মত ছাঁকাছাকি।


বিচারের মন সকলের আছে
বিচারের পরে টেনে নেয় কাছে
ন্যায্য বিচারে থাকলেই মন
ফুরফুরে মন কেবলই তো নাচে।


সুবীর সেনগুপ্ত