//বিচার তো গুণ দিয়ে//


নাম ছোট, ধাম বড়
নজর কাড়ে না কারো
লোকে ভাবে ভাড়া থাকে
চাপ নেই বড়সড়।


নাম বড়, ধাম বড়
লোক এসে হয় জড়ো
সহায়তা চাইবেই
না কি বলে দিতে পারো!


ছোট নাম, ছোট ধাম
না সুনাম বদনাম
নিজে নিজে বেঁচে থাকা
রোজ এক পরিণাম।


বড় নাম, ছোট ধাম
সম্মানে ভরা খাম
জানা যায় জ্ঞান বেশী
জ্ঞান নিয়ে দরদাম।


নাম নেই, ধাম নেই
থেকে যায় অজানাই
তবুও আছে জীবন
তাও এই ভূবনেই।


থাক বা না-থাক নাম
কিংবা নিজস্ব ধাম
তাঁরও আছে ভাবনা
সন্ধানে দান বাম।


নাও যদি থাকে ধাম
থাকবেই এক নাম
দুই নাম হবে না তো
থাকলেও দুই ধাম।


বিচার কী নামে হবে!
নাকি বড় ধামে হবে!
বিচার তো গুণ নিয়ে
মান্যতা অনুভবে।


সুবীর সেনগুপ্ত