//বিফল অতীত স্মৃতির ছাদ//

দাওনি সাতটি দিনের সাথ
বাড়াওনি ভালবাসার হাত
মানতে হয়েছে আমাকেও বাস্তব…
প্রতিটি রাতেই অসার পাত
বিফল অতীত স্মৃতির ছাদ
বিরহপূর্ণ মন ভুলে গেছে উৎসব|

সুবীর সেনগুপ্ত