//বিলাসের সাথে ক্ষমতার আছে যোগ//


বিলাসিতা বিষ পান করে করে
বহু যুগ গেছে সুখ ধরে ধরে
সেই একই সুখ আজ কেন লাগে মন্দ!
সাধারণ বিষ দিচ্ছে আজ আনন্দ|


বিলাসে থাকার সহজ কামনা
এই কামনায় নেই কোনো মানা
কিন্তু পারি কী সকলে বিলাসে ডুবতে!
কামনা সহজ, পাওয়া দুষ্কর ধরাতে|


আয়েশে থাকতে খুব ভালো লাগে
চাকচিক্যের সোহাগ যে জাগে
কাজের মধ্যে থাকবে আদেশ নির্দেশ...
বিলাস কী তবে ক্ষমতারই এক বেশ!


ধনশালিতার সাথে পরিচয়
জন্মের থেকে কারো কারো হয়
তাঁদের যে জ্ঞান তাতে বিলাসের ছাপ...
তাঁরা ভাবে নাকি অনাড়ম্বর জীবন পাপ!


ধনীর তনয় তনয়া জানবে  
অন্তত সেই সুযোগ আসবে
অভাবের কোনো স্থান নেই এই জীবনে...
যে যেমন সেই ভাবনাও অনুধাবনে|


যাঁদের ভাগ্যে শুধুই অভাব
ঐশ্বর্যের সাথে নেই ভাব
তাঁদের ভাবনা জড়িয়ে থাকে সংগ্রাম...
বিলাস কেবল শরীরের ঝরা ঘাম|


বিলাস ধরলে ছাড়া মুশকিল
অভ্যাস ঠিক মাছ ধরা চিল
অভাব আর বিলাস নিশ্চিতরূপে ভিন্ন...
একটার থেকে অপরটা বিচ্ছিন্ন|


বিলাস মানে কী সুখ আর সুখ!
অভাবের মানে হবে নাকি দুখ!
বিলাসের মাঝে আছে ক্ষমতার স্বাদ...
অভাবীরা করে যায় ক্ষমতার প্রতিবাদ|


আমোদ প্রমোদ থাকতেই হবে
তবেই জীবন হাসিখুশী রবে
আমোদ প্রমোদে সীমানার দরকার...
নাই যদি মানো, করো প্রতিবাদ বারবার|


কী যে হবে বিলাসের বর্ণনা!
এই বর্ণনা নয় কারো চেনা
তোমার আমার বিলাস কী একই হবে!
বিলাস ছাড়াও জীবন চলতে থাকবে|


সুবীর সেনগুপ্ত