//বিশ্বাস নয়, হতেই হবে যোদ্ধা//


অবিশ্বাস্য হবে বিশ্বাস্য
ব্যাখ্যা হয়ত হবে না
হলে বিশ্বাস্য, মানতেই হবে
বিশ্বাসে শ্বাস থামে না।


কেউ যদি হয় অবিশ্বস্ত
গড়তে হবে দূরুত্ব
বিশ্বস্ততা জীবনের ধন
বহু পুরাতন তত্ত্ব।


অভাবে প্রমাণ, তাও বিশ্বাস
প্রমাণ হলেও, বিশ্বাস
তবে ধারণার বশীভূত হয়ে
অভিলাষে কেন বিশ্বাস!


বিশ্বাসে ডুবে হওয়া নির্বোধ
এ যেন মায়ার খেলা
অবিশ্বাসের পথ যদি নিই
বিজয়ে ভাসে না ভেলা।


কোনটা যে পাবে বেশী গুরুত্ব
বিশ্বাস নাকি শ্রদ্ধা!
এ সব না ভেবে, গড়লেই হলো
নিজেকেই এক যোদ্ধা।


বিশ্বাস করি, নিঃশ্বাসে হাওয়া
তৃষ্ণা মেটাতে জল
দৃঢ় বিশ্বাস ভালবাসতেই
তাতেই সফল ফল।


বিশ্বাসে বিষ! তা তো বলব না
বিশ্বাসে ভরা বিশ্ব
কিছু বিশ্বাস সকলের পাতে
নইলে জীবন নিঃস্ব।


সুবীর সেনগুপ্ত