//বোধোদয় হলো, তবে দেরীতে//


অপরাধ করে করে
মন তাঁর গেছে ভরে
নিজ অপরাধগুলো মেনেছে সে ঠিক
হয়েছে সে বেপরোয়া আর নির্ভীক।


দিনের অপেক্ষাতে
রাতগুলো তাঁর কাটে
অপরাধ করা তাঁর হয়ে গেছে নেশা
নেশাতেই থামেনি সে, করেছেও পেশা।


বয়স আর কত হবে
তিরিশের ঘরে সবে
অসৎ উপায়ে আয়, তাই বেশী বেশী
ভাবনার ধারা হয়ে গেছে একপেশী।


লোক জানে সে মেধাবী
শিক্ষিত তাঁর ছবি
উঁচু পদ নিয়ে শুরু কর্ম জীবন
আটঘাট শিখে গিয়ে ব্যবসাতে মন।


ব্যবসা কী অপরাধ!
জবাবে কোথায় বাধ!
কিছু লোক করে যাঁরা স্বাধীন চেতার
ব্যবসাতে ডুবে সেও করছে কাবার।


তাঁর মন অপরাধে
করে যায় সে অবাধে
অন্ধের ভাবনায় শুধু অপরাধ
অপরাধে পেয়ে গেছে মন ভরা স্বাদ।


ভুল তাঁকে জড়িয়েছে
ভুলগুলো জমিয়েছে
হটাৎ কেন যে মনে আসে সংশয়
আসছে কী ছুটে তীর ভাঙতে বলয়!


ঠিক হলো অনুমান
শিকার হয়ে সে ম্লান
জীবন কাটছে তাঁর জেল কুঠুরিতে
আত্মদর্শনে ডুবে ঘুম আসে রাতে।


সুবীর সেনগুপ্ত