//বই চাই//


হাতে পেলে কোনো বই
কথাগুলো গিলবই
তাও হবে গোগ্রাসে
থেমে যাব গেলা শেষে
একেই বলে বোধহয় পড়াতে আসক্তি
থাকতে পারে না এতে তর্ক বা যুক্তি।


লেখক লিখছে বই
বই ভরা কথাতেই
কথা লেখকের মনে
দ্রুত স্রোত টেনে আনে
ছাপা শেষে বই রূপে হয় প্রকাশিত
পাঠকের হাতে বই, পড়া অবিরত।


বই পড়া জরুরী কী!
কারো কাছে তা বৈকি
জানি, পড়ে কতিপয়
বেশীরা পড়াতে নয়
তবুও তো লেখকের লেখা থেমে নেই
থামবে না কোনদিনও, জানা আছে তাই।


বই পড়া এক শখ
নয় করা বকবক
পড়ার যে অভিলাষ
তাতে ভরা উচ্ছ্বাস
পড়লেই আনন্দ আর বেড়ে যায় জ্ঞান
বই হলো পাঠকের অতি প্রিয় উদ্যান।


বই বই বই বই
লেখালেখি চলছেই
লেখা হয় প্রকাশিত
পাঠক আনন্দে মত্ত
লেখক ও পাঠকের মাঝে বই সেতু
কে ভাঙবে এই সেতু, রাহু নাকি কেতু!


বই ছাড়া কী জীবন!
পড়া হোক আমরণ
যে না পড়ে, না পড়ুক
পাঠক তো উৎসুক
বই এর মাহাত্ম, যে বুঝেছে সেই জানে
সে তো ছুটবেই কোনো বই পাওয়ার টানে।


সুবীর সেনগুপ্ত