//বলা কথা হোক সহজবোধ্য//


অথবা, কিন্তু, হয়ত, বোধহয়
একই দলে আছে, তাই মনে হয়
এই কথাগুলো দেয় না অর্থ স্পষ্ট
এগুলোর ব্যবহারে দ্বায়িত্ব অস্পষ্ট।


তবে কী চাই না এই কথাগুলো!
কেউ বলবে না চাইনা এগুলো
চাওয়ার কারণ হবে না মানানসই
এই কথাগুলো কথোপকথনে লাগবেই।


এ ছাড়াও আছে কিংবা নতুবা
সাথে আছে যদি, এবং, নয়ত
নিজ স্বার্থে কী শব্দগুলোর ব্যবহার!
নিশ্চিত করে বলার যে নেই অধিকার।


হ্যাঁ বা না তে উত্তর হলে ভালো
কেউ কী বলবে এটা ঠিক নয়!
বলতেই পারে, সবই প্রেক্ষিতে নির্ভর
তার মানে হলো, শব্দগুলোর আছে দর।


লক্ষ্য লক্ষ্য শব্দের ব্যবহার
নির্বিবাধেই চলেছে এই ধারা
বাক স্বাধীনতা সমাজের বুকে গণ্য
এই কথাগুলো তাই তো কথার সৈন্য।


বলা কথাগুলো হোকনা সহজবোধ্য
না থাকুক তাতে একটুও আবছায়া
এই রকম আশা নিশ্চিত অকার্যকর
চেতনা সজাগ করা কী ভীষণ দুষ্কর!


চেতনা সজাগ করেও লাভ নেই
কথা বলা হয় নিজ নিজ স্বার্থেই
স্বার্থের থেকে দূরে গিয়ে কথা হলে
হ্যাঁ এবং না তে উত্তরও যাবে চলে।


সুবীর সেনগুপ্ত