//বর্তমানের ধারাই জীবন//


অতীতের কথা থাক অতিতেই
খুব বেশী হলে রাখো স্মৃতিতেই
সেই সব কথা আজ তুলে এনে
গড়া যাবে নাকি কোনো ছন্দই!


যে যে প্রেক্ষিতে কথা হয়েছিল
সে সে প্রেক্ষিত আজকে কোথায়!
কথা বদলাবে কারণ ধরেই
তুলনাতে যাওয়া ঘোর অন্যায়।


সেই দিন যে কথায় ছিল সায়
আজ কেন সেই কথাটাই দায়!
কারণ রহিত কিছুই হয় না
মূল যে কারণ, প্রেক্ষিতে যায়।


পট, প্রেক্ষিত ঠিক না জানলে
ভালো চলে যাবে মন্দের জালে
কোনো ভালো কথা হয়নাও স্থায়ী
কিছু কিছু কথা দুঃখের পালে।


কামনা বাসনা এখন যা আছে
পুরন করার প্রয়াস চলেছে
ঠিক সেই প্রয়াস অতীতে কি ছিল!
ছিল না, সেটাই মন যে বলছে।


বর্তমানের ধারাই জীবন
নিতে হবে নির্ণয় সব এখন
নির্ণয়, যেটা আজ ঠিক ভাবি
পরে ঠিক হওয়া কঠিন কারণ।


না বর্তমান থেকে যায় সাথে
না অতীত এসে বসে যায় পাতে
আর ভবিষ্যত, কে জানে কোথায়!
শুধু এই ক্ষণ নিয়ে মন মাতে।


সুবীর সেনগুপ্ত