কার কথা শুনে, চলব যে আমি
কাকে দেখে আমি শিখব!
চারিদিকে, এত লোক আর লোক
তার থেকে কাকে বাছব!


চলতে কি হবে, কারো কথা শুনে!
সেটাই বুঝতে পারিনা
শেখার জন্য, দেখতে হবে কি  
কে কি করে, তার নমুনা!


যে যা করে, তা কি দেখানোর তরে!
করে তার প্রয়োজনে
সেই প্রয়োজন, আমার তো নেই
গাঁথবই কেন নয়নে!


শোনা আর দেখা, থামাবো কি করে!
এ তো চলতেই থাকবে
যা দেখব আর শুনব, সব কি
কাজেও লাগাতে হবে!


কিছু প্রয়োজন, হতে পারে এক
এ নয় বিরল ঘটনা
বহু বহু কাজ, রুটিনের মত
এতে কি শিখব, বলো না!


পেশার জন্য, যা যা কিছু শেখা
শেখা হয় কারো কাছে
আয়ের পথ যে, শুধু পেশাতেই
শিখলেই প্রাণ বাঁচে|


অনেক কিছুই, শিখতে হয় না
না শিখেও শেখা হয়
অনেক শেখার, চেষ্টা করেও
মুলতুবী রয়ে যায়|


পেশার বাইরে, যে জীবন আছে
সেই জীবনেই মন
স্বয়ং শিখব, যা যা দরকার
চাই না অনুসরণ|

না শিখেও আমি, অন্যের কাছে
অন্যের সাথে মিশব
বাছব না আমি, কোনো এক লোক
সকলের সাথে বাঁচব|


চাই না অনুসরণ