//চার অক্ষরে মহার্ঘ কথা//


কথাটা তোমার, কথাটা আমার
নিশ্চিতভাবে কথাটা সবার
চার অক্ষরে এই কথাটার
অর্থ দিয়েই পূর্ণ আধার।


বলেছি তো আগে চার অক্ষর
হতে চায় জীবনের সহচর
কথাটায় বহু প্রশ্নের ঘর
চায় তাৎপর্যপূর্ণ উত্তর।


প্রতিজন এই কথা বলে থাকি
বলার মধ্যে নেই ঢাকাঢাকি
কথা স্বীকার্য হয়ে গেল কি
দীর্ঘ চিন্তা মনের সাক্ষী।


কথাটা চায় না কোনো প্রতারণা
সততায় এই কথা হয় প্রেরণা
অন্যথা হলে কথাটাই কানা
দুর্ভ্যাগের বিস্রস্ত ঠিকানা।


এই কথা দামী, মেনে নিতে হবে
অন্য কী কথা আসর জমাবে!
সকল মনেই কথাটা খেলবে
অন্তরে এই কথাই ভাবাবে।


কৌতূহল কি জমে গেছে মনে!
রহস্য উঠে যাবে দুই লাইনে
মহার্ঘ এই কথা ভালবাসা
আছেও মনের অন্বেষণে।


সুবীর সেনগুপ্ত