ছন্দের মিত্র

চাইনা হতেই কোনো দ্বন্দের চিত্র
শুধুই চাইছি হতে ছন্দের মিত্র|

চাইছিও আমি মিত্রের মাঝে ছন্দ
আর সে ছন্দ থেকেই আসে আনন্দ|

চাইছি না আমি কোনো বিষাদের রূপ
চাইছি থাকতে প্রসন্ন হয়ে চুপ|

কি ভাবে যে হব প্রসন্ন, তাই ভাবছি
এই ভাবনায় তৃপ্তি যে নেই, জানছি|

তাহলে কি ভাবে, পাবো মিত্রকে ছন্দে!
এসে যাবে শুধু, অনেক চিত্র দ্বন্দে|

কেন যে খুঁজতে হয়, ছন্দকে নিত্য!
ছন্দ চোখের সামনে, বললো চিত্ত|

সত্যিই তাই, পেয়েছি ছন্দ সহজে
হয়েছি মিত্র ছন্দের, চোখ বুজে|

এখন জীবন হয়ে গেছে সাবলীল
দ্বন্দ্বের সব চিত্রে লেগেছে খিল|