ছড়িয়ে ছিটিয়ে, দিয়েছি ভরিয়ে
বাড়ীর এ-কোণ সে-কোণ
কম আছে, তাই ছড়াতে চেয়েছে মন।

সব জড়ো করে, রাখা যেতে পারে
কোনো এক ছোট স্থানে
বাড়ী খালি খালি, লাগবে তখন মনে।

আছে যতটুকু, পাই ততটুকু
যে ভাবেই রাখি ঘরে
তবে রাখা নিয়ে, কেন ভাবি বারেবারে!

সব কি হাঁড়িতে, থাকবে বাড়ীতে!
এ যেমন হতে পারে না
জিনিস বুঝেই, রাখার কি স্থান হয় না!

বাঁচা পৃথিবীতে, দিবসে নিশীথে
এ চির-সত্য নির্ভুল
যার আছে, সে তো কানেই পড়বে দুল।

কে কেমন, তার বিচারের ভার
জিনিস দিয়ে কি হয়!
আর রাখা, সে তো হবে নিজ নিজ ইচ্ছায়।

বাঁচার সাধন, তপন ও বন
কিছু তো জিনিস লাগে
রাখা ভাল হয়, রাখলে বিভাগে বিভাগে।

আমি যা আনব, আমিই রাখব
কোনো কোণে, ছোট স্থানে
ঘর ভরাবার, থাকবেই কেন মানে!

এতদিন ছিল, মনে জমা ধূলো
রেখেছি ছড়িয়ে ছিটিয়ে
আজকের রাখা, উপযোগী স্থান ভরিয়ে।

এখনো ছড়াই, এখনো ছিটাই
তবে নয় কিনে এনে
দিই ভালবাসা, ছড়িয়ে ছিটিয়ে পরানে।