//ছোট বড় সব ভালো//


কোনো কিছু বড় নয়
নয় কোনো কিছু ছোট
আকারে যা ছোট বড়
চোখ তুলে রাখে ফটো।


চোখের ফটোতে ছোট
মনের ফটোতে নয়
সংশয় জেগে ওঠে
কোন ফটো ঠিক হয়!


সামগ্রী ছোট বড়
ছোট বড় পথগুলো
বড় বাড়ী ছোট বাড়ী
ছোট বড় কোন ধূলো!


কোন মহাদেশ ছোট
সকলের এক মত
জ্ঞান ছোট বড় নয়
সব্বার অভিমত।


ছোট দেহ হয় বড়
হয় ছোট বুড়ো হলে
বড় হাসি ছোট হয়
দেহ থেকে প্রাণ গেলে।


ছোট বড় উৎসব
সেই মতো কলরব
ছোট ঋণ বড় ঋণ
যার যেটা অনুভব।


ছোট মুখে বড় কথা
শুনে থাকি হেথা হোথা
কেউ কি কখনো বলে
বড় মুখে ছোট কথা!


অনেক অনেক ভাব
ভাবনা নিয়ে স্বভাব
ছোট ভাব বড় ভাব
কারোর নেই অভাব।


ছোট তান বড় তান
সব মানুষের দান
ছোট বড় তান নিয়ে
সমাজের অভিমান।


ছোট নীতি বড় নীতি
বলার কি আছে রীতি!
ছোট বড় রাজনীতি
নিয়ে মানুষের স্থিতি।


ছোট বড় কবিতায়
চেতনা উদয় হয়
ছোট মন বড় মন
না ভাবলে ভালো হয়।


ছোট বড় সব ভালো
ভেবে নিলে জ্বলে আলো
ছোট বড় তুলনাতে
ছোট বড় সব কালো।


সুবীর সেনগুপ্ত