//চিরসাথী হবে অনুভব//


বলতে না পেরে করি ইঙ্গিত
ইঙ্গিত, তুমি বুঝতে পারো না
বলার সুযোগ আসে না সামনে
সুযোগ গড়ার নেই সম্ভাবনা।


পরিচয় পর্ব শেষ হওয়ার পর
দুটো ভাবনার হয়েছে মিলন
মিলনের এই বার্তা পেয়েছি
দৃষ্টি করেছে বার্তা জ্ঞাপন।


মিলন, শুধু অনুভব ঘিরে
শুধু অনুভব, তাই নিরন্তর
নিত্যকার্যসূচি তো আছেই
বৃদ্ধি পেয়েছে ভাবনার স্তর।


আশার পূরণে সময় তো লাগে
অস্বীকার এর প্রশ্নই নেই
এই তথ্যই দিয়েছে প্রেরণা
প্রেরণার সাথে জীবন কাটাই।


সময়ের গতি হয় না স্তব্ধ
জীবনের গতি সময় জড়িয়ে
থাকে কী জড়িয়ে অনন্তকাল!
এক ক্ষণে যাবে সময় এগিয়ে।


জড়িয়ে থেকেও হারিয়ে ফেলেছি
নিজেই ছেড়েছি সময়ের হাত
উপায় ছিল না, ছাড়তে হয়েছে
ছেড়েছি তোমার অদৃশ্য হাত।


হাত ছাড়লেও, বেঁচে তো রয়েছি
সময় অনেক আগে চলে গেছে
তুমি যে কোথায়, কিচ্ছু জানিনা
ইঙ্গিত করা শেষ হয়ে গেছে।


যে অনুভব ছিল দুই মনে
সেই অনুভব কী করে হারাবে!
থেকে গেছে সাথে চিরসাথী হয়ে
শেষ নিঃশ্বাসে চিরসাথীই থাকবে!


সুবীর সেনগুপ্ত