//চলতে হবেই, চলতেও থাকি//


চলার শুরুটা হওয়ার পরে
কোন ভাবনায় মনটা যে ভরে
চোখের সামনে ভেসে ওঠে শুধু লক্ষ্য
তখন কী আর করতে চাইব তর্ক!


চলার শুরু সবারই হয়
লক্ষ্যবিহীন কখনো নয়
তাও হয়ে যায় যদি হয় ভবঘুরে
বলার কিছু কী আর থাকতেই পারে!


চলতে হবেই, চলতেও থাকি
দেওয়াই যায় না চলায় ফাঁকি
ফাঁকি দিলেই তো ঘটবে ছন্দপতন
কে করে এমন কাজটি বোকার মতন!


চলার শুরু যে কখন হবে!
তার দ্বায়িত্ব নিজেরই রবে
চলার শুরুর সময় হবেই ভিন্ন
সকাল দুপুর কিংবা তা অপরাহ্ন।


চলার শুরুর প্রথম ঘটনা
ধরা হয় এক পবিত্র সূচনা
তারপর আর থামার ভাবনা নেই
তখন ভাবনা শুধু সময় নিয়েই।


চলার শুরুতে হাঁটতেই শেখা
এ-ঘর সে-ঘর সীমানার রেখা
তাও তাতে থাকে এক উদ্দেশ্য নিশ্চিত
সেটাই আসলে প্রকৃত চলার ভিত।


রোজ রোজ চলা স্থান থেকে স্থানে
চলার মানেই লক্ষ্য পূরণে
বহু চলা পায় এক অসফল অন্ত
কিছু চলা আনে প্রতি জীবনে বসন্ত।


যা কিছুর শুরু, শেষ থাকবেই
চলার পথেও নিয়ম একই
যে চলার শুরু হয়েছিল একদিন
সে চলা থামবে, লক্ষ্য হবে বিলীন।


সুবীর সেনগুপ্ত