//দেওয়া দরকার, নেওয়া প্রয়োজন//


না পাওয়ার দলে
না দেওয়ার দলে
এভাবে চললে, যাব নির্দলে
হতেই পারে না, তাই রাখি বলে।


যতই ভাবি-না নেব না নেব না
নেওয়া হয়ে যায়, থামাতে পারি না
না দেওয়ার পণ, তাও ভেঙে যায়
সকলের এই একই ঘটনা।


মানুষের মন যত-না পাওয়ায়
তার থেকে কম থাকেই দেওয়ায়
এই তথ্য নয় কারোর অজানা
তাই কী হিংসা লোভ এই ধরায়!


কিছু পাওয়া নিয়ে
কিছু দেওয়া নিয়ে
মানুষ পারছে চলতে এগিয়ে
কিন্তু কোথায় তৃপ্তি 'কিছু' নিয়ে!


নির্দল, এই শব্দটা ভালো
কতজন এই দলে জ্বালে আলো!
জানার প্রয়াসে দিন হয়ে যায় শেষ
কেউ তো করে না নির্দল দল পেশ।


না-পাওয়ার দলে থাকতে চাই না
না-দেওয়ার দল, সেটাও চাই না
নির্দল নেই, আমার ধারণা
নির্দল নিয়ে আর ভাবব না।


দেওয়া দরকার সেটা বুঝে গেছি
নেওয়া প্রয়োজন, মানতে পেরেছি
দল ও গোষ্ঠী রাখছি না মনে
এই নিয়ে লেখা-লেখিও ছাড়ছি।


সুবীর সেনগুপ্ত