//ধারণা ভ্রান্ত হলে মুশকিল//


ভ্রান্ত ধারণা শান্ত করতে
কিছু নিয়ম তো হবেই মানতে
নিয়ম মানলে, শান্ত কী হয়ে যাবে!
যাবে কি যাবে-না, পরেই জানা যাবে।


ভ্রান্ত ধারণা শান্ত হলো না
নিয়ম ছিল কী কোনো ভুল দলে!
নাকি ভুল ছিল আমার ধারণা
ভুলের শাস্তি কার আছে জানা!


'ধারণা করার অধিকার নেই'
এ-কথা বললে, ভুল তো হবেই
ধারণা করবে মানুষ অবাধে
ভ্রান্ত হলেই, পড়ে যাবে খাদে।


ধারণা করার কী প্রকরণ!
জানতে পারলে, করব স্মরণ
প্রকরণ নেই, জানতে পেরেছি
ধারণা করা কি ভুলতে বসেছি!


কেউ ভুলবে না ধারণা করতে
সহজেই ঢোকা যায় ধারণাতে
কেন ঢুকে পড়ি! প্রশ্ন জাগেই
এই প্রশ্নের জবাবও নেই।


ধারণা হাওয়ায়, নিলেই তো হয়
মানুষ নিচ্ছে, নিষেধ কোথায়!
ধারণা করার কেন প্রবণতা!
এ কী সরাসরি নয় ধৃষ্টতা!


প্রতিদিন শুনে থাকি পূর্বাভাস
জানতে আবহাওয়ার আভাস
ক্ষণিকের তরে রোগ নির্ধারণ
পরীক্ষা করে ঠিক মূল্যায়ন।


ধারণা পূর্বাভাস অনুমান
সহজ জীবনে শুধুই কী তান!
তেমন পরিস্থিতিতে চাওয়ায়
না করলেই, ভালো বোধহয়।


সুবীর সেনগুপ্ত