//ধনী হওয়া ভাগ্যের//


তুমি কি এতই ধনী
হবেনা কখনো ঋণী!
করে যাও খরচ বিভ্রান্তের মতো
গৌরী সেন কী দেয় টাকা অবিরত!


খরচের প্রবণতা
জুগিয়েছে কোন দাতা!
তুমি কী আসলে লক্ষ্মীর বরপুত্র!
কী করে তা জানব, আছে নাকি সূত্র!


কী করে হয়েছ ধনী
সেই কথা কানাকানি
কী ঠিক কী ঠিক নয়, থাকবে আড়ালে
তা ছাড়া, কী করব সব জেনে গেলে!


সবার কাছেই ধন
ধন নয় অগণন
কম বেশী কম বেশী হয় প্রায়শঃই
ধন নিয়ে কাড়াকাড়ি লেগে থাকবেই।


তোমার মতন ধনী
হতে চায় সব প্রাণী
হওয়ার যে পথ, সেটা অতি দুর্গম
তাই তো মানতে হয় নিয়ে কম কম।


তুমি ধনী, খুব ভালো
ধন সাদা কিবা কালো
ছা-পোষা জীবন নিয়ে কেন এত ভাবি!
ভাবনায় ডুবে গিয়ে খাই শুধু খাবি।


ধনী হলে আছে সব
শুধু সুখে কলরব
আমাদের কলরব দুঃখ মাঝারে
দিন কাটে দুজনেরই এক এক করে।


ধনী হতে পারব না
জেনে গেছি, মানব না
তোমাদের দেখে শুধু করি আলোচনা
দুধের বদলে ঘোল খেয়ে স্বান্তনা।


সুবীর সেনগুপ্ত