//ধর্ম পেয়েছি এক প্রকরণে//


কর্মই যদি ধর্ম না হয়
ধর্ম হবে কী ফুল ধুপকাঠি!
হয়ত মেনেছি এটাই নিয়ম
জানিয়ে দিচ্ছি এই নিয়ম খাঁটি।


ইচ্ছাতে যদি ফুল ধুপকাঠি
তবে তাই হোক, নিষেধ কোথায়!
শ্রদ্ধা জানানো দেবতার পা'য়ে
এতে ভুল খুঁজলেই ভুল হয়।


কর্মের মানে কাজ আর কাজ
কাজ মানে হলো কোনো কিছু করা
সবাই তো করি কিছু না কিছুই
ধর্মকে মানা হয়ে যায় সারা।


অনেকেই বলে, মানিনা ধর্ম
তাঁরা কি করেনা একটাও কাজ!
কাজ না করে যে থাকাই যায় না
আসলে কাজই জীবনের সাজ।


কাজের সংজ্ঞা, কাজ বিশ্লেষণ
এতে সকলের আছে অধিকার
গড়তেই পারে অনেক সংজ্ঞা
অনেক বিশ্লেষণের আধার।


স্বাধীন ইচ্ছা সকল প্রাণের
সেই ইচ্ছাতে না-থাকুক হানি
এইটুকু মেনে করলেই কাজ
কাজের সংজ্ঞা হবে জানাজানি।


ধর্ম সংজ্ঞা খুব কী জটিল!
তা নয়, এ তো সহজ সরল
নিয়ম মেনেই করা কিছু কাজ
করলে ধর্ম পালন সফল।


প্রতিটি ধর্মগ্রন্থ কী নয়
জ্ঞান দিয়ে ভরা একটি সাগর!
এই সাগরেই লুকিয়ে রয়েছে
যত জিজ্ঞাসা, তারই উত্তর।


আমি তো গড়িনি আমার ধর্ম
পেয়েছি ধর্ম এক প্রকরণে
সকলের পাওয়া একই ধারায়
বাহাদুরি করা কীসের কারণে!


ধর্ম মানতে নেই কোনো বাধা
ককেউ মানে নাকি ভেবে লাভ ক্ষতি!
যে যার ধর্ম মেনেই চলবে
না মানলে কী হবে অবনতি!


কর্মের সাথে ধর্ম জুড়েছি
আমার ধর্ম মেনেছি কর্ম
এও তো মেনেছি সবার শীর্ষে
আসন পেয়েছে মানবধর্ম।


সুবীর সেনগুপ্ত