// ধ্বনি //


শঙ্খের ধ্বনি যেরকম শুনি
শুনি আজানের ধ্বনি
ধ্বনিতে ধ্বনিতে বিভেদ মানি না
ধ্বনি সহস্র বাণী।


ধ্বনি প্রভাতের ধ্বনি প্রদোষের
ধ্বনি তপনের আলোতে
ধ্বনি আমদের ধ্বনি বিষাদের
ধ্বনি যামিনীর কালোতে।


ধ্বনি উজ্জ্বল ধ্বনি নিস্তেজ
ধ্বনি বহে আনে সন্দেশ
ধ্বনি হেমন্ত ধ্বনি বসন্ত
ধ্বনি রূপরেখা নির্দেশ।


ধ্বনি আশ্বাস ধ্বনি বিশ্বাস
ধ্বনি চিন্তার অবকাশ
ধ্বনি দূরভাষ ধ্বনি প্রতিভাষ
ধ্বনি বার্তার প্রকাশ।


ধ্বনি সরণীর ধ্বনি তরণীর
ধ্বনি রাগ আর রাগিনীর
ধ্বনি আকাশের ধ্বনি বাতাসের
ধ্বনি প্রত্যয় ধারিণীর।


উৎসের থেকে জেগে ওঠে ধ্বনি
নানাবিধ সব উৎস
ধ্বনি মানবিক ও অমানবিক
জাগিয়ে রেখেছে বিশ্ব।


সুবীর সেনগুপ্ত