//দিন শুধু দিন, না দীর্ঘ না হ্রস্ব//


দীর্ঘ দিনের শেষে, দীর্ঘ রাতের মাঝে
দীর্ঘ ভাবনাগুলো হৃদয়ের ভাঁজে ভাঁজে
ভাবতে ভাবতে যায় দীর্ঘ সময়
একটি একটি করে বছর গড়ায়।


দিন কী দীর্ঘ শুধু ধারণার মাঝে!
সময় তো প্রত্যহ সমপরিমাণ
সময় দীর্ঘ নয় ঘন্টা বা মিনিটে
দীর্ঘ তখন, যদি কাজে নেই সমাধান।


ধরা-বাঁধা সময় নিয়েই একদিন
সেই দিন নিশ্চিত সকলের আঙিনায়
তাও কেন মনে হয় দীর্ঘ সেই দিন!
এ কী মায়া! তাই আসে ভাবনায়।


না হয় দীর্ঘ দিন, হয়নাও হ্রস্ব
নিজের মাঝেই দিন থাকে নিজ রূপে
পক্ষপাত যে কী, জানে নাকি দিন!
সময় মতন আসে ঠিক চুপে চুপে।


দিনের নিয়ন্ত্রণ কারো হাতে নেই
কখনো ছিল না, হতেও পারে না
দিন প্রকৃতির, ভূমন্ডলের অংশ
এই অংশের ভাগ কখনো হবে না।


দিন সীমানায়, আর সীমানাতে ভাবনা
ভাবনা মনের, মন জীবনের সাথে
ভাবনা কিন্তু মানে না কোনো সীমানা
পারেনা কখনো কোনো দিনকেও ছাড়তে।


যেমন পরিস্থিতি, তেমনই তো ভাবনা
পরিস্থিতির উপর দিন নয় নির্ভর
দিন যে স্বাধীন তাতে নেই সন্দেহ
জানে না কে তার আপন এবং পর।


সুবীর সেনগুপ্ত