প্রতিদিন এই প্রাণ বেঁচে আছে
শ্বাস প্রশ্বাস আর নিঃশ্বাসে|


প্রতিদিন ভোরে কিচির মিচির
পাখীদের ডাকে ওঠেও মিহির|


প্রতিদিন চাই আহার ও জল
চাই কি কলহ হতেই সবল!


প্রতিদিন আলো দিনের বেলায়
নীশিথের কালো আঁধারেই রয়|


প্রতিদিন গড়ে কথার পাহাড়
কিছু ভেঙ্গে ভেঙ্গে হয় ছারকার|


প্রতিদিন তান সকাল হলেই
শব্দবিহীন কাজ কেন নেই!


যত মন আছে প্রতিদিন ভাবে
কিছু ভাবনাতে শঙ্কাও আসে|


প্রতিদিন রীতি নীতি নিয়ে চলা
ভাষার মধ্যে য-ফলা র-ফলা|


প্রতিদিন নেই কানে কানে কথা
তবুও লুকিয়ে রাখার বারতা|


প্রতিদিন কাজ গতানুগতিক
অনুযোগ জ্বলে ধিক ধিক ধিক|


প্রতিদিন স্নান নিয়ম মাফিক
যেমন চলছে ঘড়ি টিক টিক|


প্রতিদিন ধ্যান কিন্তু হয় না
এতে অভিযোগ কেউ তো করে না|


প্রতিদিন কে যে ডোবে  দর্শনে!
আয়ের জন্য খাটে প্রাণপণে|


প্রতিদিন চায় ফুল কতজন!
কত মন করে আকাশে গমন!


প্রতিদিন কই কবিতা গল্প!
কতিপয় ধরে অল্প স্বল্প|


প্রতিদিন ভীড় দোকানে বাজারে
চলে দরাদরি অনুপাত হারে|


প্রতিদিন পড়ি খবর কাগজে
কত অপরাধ ঢোকেনা মগজে|


প্রতিদিন আশা, জাগেও নিরাশা
মেটে না কখনো মনের পিপাসা|


প্রতিদিন মনে মনে ভালবাসা
জমে জমে এই মনটাই ঠাসা|


প্রতিদিন আসে প্রত্যেকদিন
দিনের হিসাব বছরে বিলীন|