//দয়ার জীবন কাটবে দয়ায়//


জানতে চাইছি, জানাচ্ছ না
করতে বলছ পরে
ভুলও হচ্ছে, দিচ্ছ বকা
তুচ্ছ করছ স্বরে।


হচ্ছে নাকি খুব আনন্দ!
হাসছ বড় চোখে
মানছই না কোনো নিয়ম
আনছ গালি মুখে।


মানছি, আমি তোমার চাকর
ভাবছ ক্রীতদাস
গড়ছ কানুন নিত্য দিনে
যাচ্ছে চলে বিশ্বাস।


চাকরি করছি, পাচ্ছি বেতন
নিচ্ছি সামলে হেঁশেল
পাচ্ছ খাবার, খাচ্ছ সদাই
হচ্ছে না শেষ খেল।


খাটছি যত ফাইফরমাশ
বাড়ছে তত ধমক
করছ তৈরী নতুন ধারা
চাইছ আনতে চমক।


পাচ্ছি কিন্তু একই বেতন
বছর বছর ধরে
বলতে গেলেই আরও গালি।
যাচ্ছি ভয়ে মরে।


জন্মেছি এক গরীব ঘরে
নিচ্ছ তার সুযোগ
জমছে আমার মনের মধ্যে
ক্ষুব্ধ অভিযোগ।


ভাবছি যখন চলেই যাব
ঢুকছে মনে শঙ্কা
বাঁচছি আমি চাকর হয়ে
নইলে লবডঙ্কা।


দয়ার জীবন কাটবে দয়ায়
কীসের অভিযোগ!
চাকর হয়েই কাটুক জীবন
নইলে যে দুর্যোগ।


সুবীর সেনগুপ্ত