//দুঃখের দর্শন//


পথের দুঃখ
পথে রেখে বাড়ী ফিরেছি
বাড়ীর দুঃখ
বাড়িতেই ভোগ করছি।


দুঃখ কোথায়!
দুঃখ পেয়েই জেনেছি
দুঃখের সাথে
চলতে শিখেও গিয়েছি।


দুঃখ পাইনি
সেরকম স্থানও পেয়েছি
আর সেই স্থানে
আমি বারবার গিয়েছি।


আমার দুঃখ
আপন করেই নিয়েছি
পরের দুঃখ
শুধুই দেখতে পেরেছি।


অল্প দুঃখ
ঠাট্টার ছলে নিয়েছি
অনেক দুঃখে
শান্ত থাকতে চেয়েছি।


উচিৎ দুঃখে
নিভৃতে বসে কেঁদেছি
অনুচিৎ হলে
দুঃখ নিয়েই ভেবেছি।


জীবন দুঃখ
এই দর্শনে ডুবেছি
দর্শন থেকে
সাবলীল মন পেয়েছি।


দুঃখ থাকবে
যখন বুঝেই গিয়েছি
দুঃখের সাথে
বোঝাপড়া করে নিয়েছি।


সুবীর সেনগুপ্ত