//দুই সহদর, রাত্রি দিবস//


রাত্রি এসেছে, খেলায় মেতেছে নিশাচর
বিশ্রামে গেছে এখানে ওখানে দিবাচর।


রাত্রি দিবস সময়ের দুই ভীন স্তর
এক স্তরে শশী, আর এক স্তরে দিবাকর।


করতে চাই যে কারো বেশী গুণগান
দুই সহদর, এই ভাবনার সম্মান।


দিবস আমার বন্ধু, তেমনই রাত্রি
একসাথে দুই কখনো হয় না যাত্রী।


রাত্রি দিবস এক এক নিয়ে এক দিন
সম গুরুত্বে সম মর্যাদা নিয়ে আসীন।


স্বপ্ন মানেই মনে ঘুরঘুর রজনী
দিবাস্বপ্নের কথা কি আমরা শুনিনি!


রাত্রি দিবস দুই রকমের উৎসব
যদিও দিবস জড়িয়েই বেশী কলরব।


দিবস ও রাত্রি আছে পাশাপাশি, থাকবে
দূরে সরে গেলে নিশ্চিত ভয় হানবে।


দিবস-রাত্রি আমাদের সকলের মনে
থাকে অনুভবে, আর অনুভূতি মননে।


জাগিয়ে রেখেছে সমাজ সংস্কারের মান
রাত্রি-দিবস বিধির দেওয়া অমূল্য দান।


প্রতি প্রাণ চায় সুস্থ শরীর ক্রমাগত
দিবস ও রাত্রি তুল্যমূল্যে ন্যায় সঙ্গত।


দুই সহদর, তুলনা করাই অসঙ্গত
দিবস ও রাত্রি স্ব স্ব মহিমার অস্তিত্ব।


সুবীর সেনগুপ্ত