//দূরই নিকট হয়//


সরে সরে যাই দূরে
ফিরে আসি কাছে পরে
এই খেলা বারেবারে
নিজ সাধ রাখি ধরে।


নিজ কথা মূল সাধ
বাকী সব কিছু বাদ
দূর হলো এক চাঁদ
নিকট আর এক চাঁদ।


দূরে যাই প্রতিদিন
যাই না তো নিতে ঋণ
ফিরে নাকি ধিন ধিন
নই যে অর্বাচিন।


নীলাকাশ বহু দূরে
দিগন্ত, তাও দূরে
দুটোকে আপন করে
জীবনও যায় সরে।


কী নিকট, কী যে দূর!
সব মেনে নিলে সুর
বেজেও ওঠে নূপুর
নইলে সব বেসুর।


যা দেখিনা দূর বলি
নিকট কী কোলাকুলি!
দূরে নেই দলাদলি
নিকটেই ফোটে কলি।


নিকট সন্নিকট
হয়েও যায় বিকট
দূর ছোট ছোট ঘট
বুঝতে পারিনা জট।


বহু দূরে মহাকাশ
যা জানি বেশী আভাস
কিছু করি বিশ্বাস
চলে জ্ঞান তল্লাস।


ভালবাসা দূর নয়
যদি হয় ভেঙে যায়
কাছে রেখে যায় ভয়
প্রাণে সুখ ভরে যায়।


এক ফুট দূর নাকি!
দূরে উড়ে যায় পাখী
ধূমকেতু দূরে দেখি
বহু দেখা থাকে বাকী।


দূরই নিকট হয়
আবার তা দূর হয়
এই ধারা গতিময়
কেটেও যায় সময়।


সুবীর সেনগুপ্ত