আমরা দুজনে যে খেলায় আজ মত্ত
এ খেলায় বাঁধা যায় না সময়
কোথাও পাবে না শর্ত|
নিয়মের ঘরে এ খেলা অচল যন্ত্র
কে কেমন করে খেলবে এ খেলা
সবার স্বাধীন মন্ত্র|
খেলাটা পুরোনো বলাটা বোধহয় ভুল
এ খেলা আদিম, নয় কৃত্রিম
জীবনের অনুকূল|
আমাদের খেলা যার আজ উপক্রম
থামানোর কথা না এনেই খেলো
খেলা হোক মনোরম|
সকলেই হয় এ খেলায় খেলোয়াড়
অন্তবিহীন এ খেলা চলুক
তাই ভাবনার সার|
এ খেলার মুলে আছে প্রেম ভালবাসা
সব্বার মনে ঘুরছে ফিরছে
সমতায় ভরা আশা|
এই এক খেলা শেখানো হয় না কাউকে
স্বাধীন ভাবনা গড়লেই মনে
খেলায় তৈরী পলকে|
প্রেম অভিসার ভালবাসা অনধীন
মনের অন্তঃকরণে এ গুলো
সদাই বজায় বিণ|
যেখানেই প্রাণ সেখানেই ভালোবাসা
এর রাহিত্যে প্রাণ হয় মৃত
বেঁচেও থাকে না ভাষা|
এই খেলাতেই জীবনটা হয় সমগ্র
সূচনার পরে থামাতে চেয়ো না
হয়ো না কলহে ব্যগ্র|
আমার জীবনে এই খেলাটাই কেন্দ্র
হতে কি পারো না আমারি মতন
এসো না হই অনন্য!