//এই দিন//


এই দিন আমার
কেন বলছি তা জানো!
এই দিন আমি আছি আনন্দে
এমন থাকিনা অন্য দিনেতে
এই দিনখানি
হবেই স্মৃতিতে জড়ানো।


এই দিন তোমার
এই দিন সকল প্রাণের...
এই দিনে কার কত আনন্দ!
জানার দরজা জানালা বন্ধ
এই দিনখানি হোক সব্বার আদরের।


এই দিন এসেছে
নিয়মের পথ ধরে...
এই দিন শুরু সাধারণভাবে
ভাবিনি হটাৎ বদলেও যাবে
এই দিনটাই দিয়েছে স্বস্তি অঝোরে।


এই দিন সুদিন
আমার কাছে বিশেষ...
এই দিনের শেষ দেখতেও হবে
দিন যা দিয়েছে, তাও মনে রবে
নির্দিষ্ট এই দিন
চলে গিয়ে রেখে যাবে তার রেশ।


এই দিন প্রাকৃত
তবুও অনন্য...
এই দিনের থেকে গড়েছে ধারণা
যার থেকে আমি পেয়েছি প্রেরণা
শুধু এই দিন
হয়ে গেছে এক অতি অমূল্য রত্ন।


সুবীর সেনগুপ্ত