//এই জীবনের সঞ্চয় হবে কারণ//


স্বপ্নে এসেই, থাকলেও কাছে
বাস্তবে কেন চলে গেলে!
শুনলে না কথা, জানলে না কিছু
একী সংশয় রেখে গেলে!


থাকবে না যদি, এসেছিলে কেন!
এসেছিলে, তবে শুনলে না কেন!
সব শুনে যদি চলে যেতে, তবে
থাকত না কোনো দ্বন্দ...
কুন্ঠিত হয়ে এ মন হতো না অন্ধ।


বলছি না আমি, ফিরে এসো তুমি
একবার শুধু অনুরোধ করি ভাবতে
কোন অধিকারে চলে গেছ, চাই জানতে।


যে কারণ তুমি জানাবে আমাকে
সে কারণ হবে আমার আপন
জানব, সেটাই এই জীবনের সঞ্চয়
বিশ্বাসে তুমি হবে অতীতের বিস্ময়।


সুবীর সেনগুপ্ত