//এই ক্ষণ//

জীবন কী করে জানবে বয়স!
জানে শুধু এই ক্ষণ
এই ক্ষণ হলে অনিন্দ্য সুন্দর
পরক্ষণে আলো বিতরণ।

সুবীর সেনগুপ্ত