//এক দুই তিন সব সংখ্যাই চাই//


একটা জামা একটা জুতো
একটা মোজা কিন্তু ফুটো
ফুটো হলেও দেখতে কী আর পাচ্ছ...
যা দেখা যায়, তারই হিসেব করছ।


নামী দামী কার পরিধান
হাতে ঘড়ির দাম অনুমান
ডুবছ কেন এ সব নিয়ে চিন্তায়...
এ সব চিন্তা মনকে নীচেই নামায়।


হয় না তৃপ্তি একটা নিয়ে
একটা যে দেয় মন বিষিয়ে
অনেক জোগাড় হচ্ছে এবং হবে...
তাই না হলে, একটা নিতেই হবে।


যে সন্তুষ্ট একটা পেয়ে
তার আনন্দ ছন্দের নায়ে
তার ভাবনায় অনেক পায় না স্থান...
সেই গেয়ে যায় কেবল খুশীর গান।


একটা ভালো, সদাই বলো
দুটি পায়েই কিন্তু চলো
দুটি কানে শ্রবণ হলেই মঙ্গল...
এর কি হতেই পারে অদল বদল।


বলা হলেও একটা মুখে
দেখছি সবাই দুটি চোখে
এক আর দুই নিয়েই শরীর চলছে...
এই এক ব্যাপার সবাই কিন্তু মানছে।


একটা প্রেমেই হয় বাজিমাত
অনেক প্রেমে প্রাণ কুপোকাত
একটা প্রেম তাই হতেই হবে স্বচ্ছ...
নইলে প্রেমের মৃত্যু যে অনিবার্য।


অনেক অনেক 'এক' জীবনে
দুই কম নেই ধরার বনে
এক দুই তিন সব সংখ্যাই চাই...
সংখ্যা ছাড়াও পাওয়ায় অন্ত নাই।


সুবীর সেনগুপ্ত