//একদিন চাওয়া হবেই ধূসর//


শক্ত না চেয়ে নরম চাইছি
কঠিন না চেয়ে চাইছি সরল
আমার চাওয়া কি ভরা আবদারে
নাকি চাই আমি দিতেই দখল!


শক্ত নরম কঠিন সরল
সৃষ্টি হয়েছে সব ভাষাতেই
যেই না গড়ল একটা শব্দ
বিপরীত এসে দিলো ধাক্কাই।


আমি কি চাইছি কিছু অবান্তর!
চাইছি কি সবেতেই অন্তর!
কার কী বা আসে আমার চাওয়াতে
এই ক্ষণে চাওয়া হয়েছে ধূসর।


সুবীর সেনগুপ্ত