এটা আমার মাতৃভূমি নয়, তবুও
ভাবতে ভালোলাগে মাতৃভূমি-
সেই একই মাটি, জল প্রকৃতির
হাসি ও খুশীতে ফুলের শিবির...
সেই তপনের আলো আর তাপ
বুঝিয়ে দিচ্ছে কি তার প্রতাপ...
সেই তো নদীর প্রবাহিত জল
উর্ব্বরতায় ভরা দুই কুল...
সেই তো ভিন্ন রূপেই আকাশ
শুভ্র ও কালো রঙের প্রকাশ...
সেই তো ঋতুর পরিবর্তন
বিভিন্নতায় মানুষের মন...
সেই তো দিন আর রাত্রির আসা যাওয়া
আমার মাতৃভূমি নয়
তবুও করছে আমার দৃষ্টি এই ভূমিকেই ধাওয়া|


আমার মাতৃভূমি না হলেও
এটা তো মাতৃভূমি
এই মাটিতেও জন্মেছে প্রাণ
এটাও জন্মভূমি|


এখানেও পথে চলছে পথিক
রাজপথে চলে গাড়ী
এই মাটিতেও ফলছে ফসল
বেঁচে আছে নর নারী|


এখানেও হয় বাদ প্রতিবাদ
কলহ বিবাদ ঝগড়া
মানবিকতার স্পর্শ কি নেই!
নেই কি মিল এর ধারা!


সব ভূমি এক মাতৃভূমি
তোমার না হলে আমার
মান সন্মান দিতেই তো হবে
মাতৃভূমিকে বারবার|